প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ৪:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৬, ২০২৫, ২:৫৫ অপরাহ্ণ
বাঘায় ২৪ এর গণঅভ্যুত্থান এর বর্ষপূর্তি উদযাপন

দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় ২৪ এর গণঅভ্যুত্থান এর বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের ফসল গন গণঅভ্যুত্থান। তবে আমাদের মনে রাখতে হবে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা বসে নেই, তারা ওৎ পেতে আছে।
তিনি আরো বলেন,বিএনপি সুসংগঠিত বৃহৎ দল। একটি গোষ্টি ভেতর এবং বাইর থেকে ঐক্যের ফাটল ধরানোর চেষ্টা চলছে। যারা নির্বাচন পেছনোর চেষ্টা করছে। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রেণী পেশার সকল মানুষের ভোটে নির্বাচিত হয়ে দেশের মানুষের গনতন্ত্রের অধিকার ফিরিয়ে দিতে চাই। দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে দেশে চলমান অস্থিরতা দূর হবে ইনশাল্লাহ।
মঙ্গলবার(৫ আগষ্ট )বিকেল সাড়ে ৫টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আনন্দ র্যালিটি বাঘা তেল পাম্প থেকে শুরু হয়ে নারায়নপুর বাজার প্রদক্ষিন শেষে আম চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু,সদস্য সচিব আশরাফ আলী মলিন,সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল,পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন,সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফি,সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ,যুবদলের সাবেক নেতা সালে আহমেদ আব্দুস সালাম,শফিকুল ইসলাম শফি,আফাজ উদ্দীনসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃৃবৃন্দ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.