প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ৮:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৭, ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ
কুমিল্লায় বন্ধু পরিক্রমা উৎসব শুক্রবার থেকে শুরু

আসছে আসছে ৮ ও ৯ আগস্ট শুক্র ও শনিবার দুইদিন কুমিল্লা নগরীর মনোহরপুরস্থিত শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালী বাড়ি নাট মন্দির প্রাঙ্গণে মহানাম সেবক সংঘের উদ্যোগে মহাবতারী শ্রী শ্রী প্রভু জগবন্ধু সুন্দরের ১৫৫তম শুভ আবির্ভাব স্মরণোৎসব অনুষ্ঠিত হবে।
তদুপলক্ষে ৮ আগস্ট শুক্রবার সন্ধ্যায় তুলসী বন্দনা, পঞ্চতত্ত্ব কীর্তন, চন্দ্রপাত পাঠ, মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারীর পরিবেশনায় শ্রীমদ্ভাগবতীয় কথা এবং সন্ধ্যায় সন্ধ্যারতি অন্তে শ্রী শ্রী নামযজ্ঞের শুভ অধিবাস কীর্তন। পরদিন শনিবার ৯ আগস্ট উদয়-অস্ত শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন এবং মধ্যাহ্নে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং রাতে ১৪ মাদল আরতী কীর্তন। এছাড়াও উৎসব চলাকালীন সময়ে দীক্ষা প্রদানের ব্যবস্থা আছে।
ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও আর্থিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.