প্রেস বিজ্ঞপ্তি,
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর গবেষণা ও প্রকাশনা সেল কর্তৃক ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ইনডেক্স জার্নালে প্রকাশিত গবেষণা আর্টিকেল এবং সর্বাধিক সাইটেশন প্রাপ্ত গবেষক ও শিক্ষকদের গবেষণা পর্যায়ে অনন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ “রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড” প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ আগস্ট ২০২৫) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি। তিনি নির্বাচিত শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান।
বাইউস্টের ২০২৪ সালের সেরা গবেষক নির্বাচনের জন্য ৩০ এপ্রিল ২০২৫ তারিখে একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ইনডেক্স জার্নালে প্রকাশিত গবেষণা আর্টিকেল এবং সর্বাধিক সাইটেশন প্রাপ্ত বাইউস্টের গবেষক ও শিক্ষকদের প্রকাশিত গবেষণা প্রবন্ধসমূহ যথাযথ মূল্যায়ন প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে সর্বসম্মতিক্রমে মোট তিনটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়েছে। এতে “হাই ইমপ্যাক্ট পাবলিকেশন অ্যাওয়ার্ড” ক্যাটাগরিতে মোসাঃ ফাতেমাতুজ জোহরা, প্রভাষক, সিএসসি বিভাগ; “মোস্ট সাইটেড আর্টিকেল অ্যাওয়ার্ড” ক্যাটাগরিতে মুঃ নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক (পদার্থবিদ্যা), সায়েন্স ও হিউম্যানেটিজ বিভাগ এবং “টপ রিসার্চার কন্ট্রিবিউটার অ্যাওয়ার্ড” ক্যাটাগরিতে হাসান আবদুল্লাহ, প্রভাষক, সিএসসি বিভাগ কে গবেষণা পর্যায়ে সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাইউস্টের সম্মানিত উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন- “আপনাদের গবেষণা কার্যক্রম নিয়ে আমরা গর্বিত। আপনাদের প্রতিটি অর্জন ও সাফল্য আমরা উদযাপন করতে চাই। একটা বিশ্ববিদ্যালয়ের মান নির্ণয়ের মাপকাঠি হলো “গবেষণা” এবং তিনি সকল শিক্ষকদের গবেষণা কার্যক্রমে নিয়োজিত হওয়ার জন্য উৎসাহ প্রদান করে বলেন, এখন থেকে প্রতি বছর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণায় যারা কৃতিত্ব দেখাবে, তাদেরকেই সম্মান জানিয়ে পুরস্কৃত করা হবে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অবঃ), রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক লেঃ কর্ণেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অবঃ), অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও প্রকাশনা সেলের ভারপ্রাপ্ত পরিচালক মুঃ নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক (পদার্থবিদ্যা) এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামিমা আক্তার, প্রভাষক, সায়েন্স ও হিউম্যানেটিজ বিভাগ।
Md. Naimul Haque
Public Relations Officer (PRO)
Bangladesh Army International University of Science and Technology (BAIUST)
Syedpur, Adarsha Sadar, Cumilla
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.