তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর বাজারে রোববার (৯ আগস্ট) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নুবহা জেনারেল হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি এ দণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের সূত্রে জানা গেছে, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন নুবহা জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করে। হাসপাতালের বিরুদ্ধে ‘দি মেডিক্যাল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২’-এর ১৩ ধারা এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’-এর ৫৩ ধারা অনুযায়ী মামলা করা হয়। এই মামলায় হাসপাতালের পরিচালক মো. মিলন মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, “অভিযানে পাওয়া বিভিন্ন অনিয়মের প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে পালন না করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযানকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, কালীগঞ্জ থানা উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০ জুলাই নুবহা জেনারেল হাসপাতালের অবহেলায় এক শিশুর মৃত্যু ঘটে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করলেও স্থানীয় উপজেলা প্রেস ক্লাবের গণমাধ্যম কর্মীরা সংবাদ পরিবেশন করেন। জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর জেলা সিভিল সার্জন অফিস তদন্তে নেমে হাসপাতাল পরিদর্শন ও তথ্য সংগ্রহ কমিটি গঠন করে। এর মধ্যে আবার ওই হাসপাতালকে এ জরিমানা করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.