প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১১, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ণ
শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিতের দাবী জানিয়ে ইউএনও বরাবর তাজ উদ্দিনের লিখিত আবেদন

সালেহ আহমদ (স'লিপক):
মৌলবীবাজারের শ্রীমঙ্গলে ব্যবসায়ী সমিতির সাধারণ নির্বাচন স্থগিত ও নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন সমিতির একজন সদস্য।
রবিবার (১০ আগষ্ট) শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির ১১২৪ নম্বর সদস্য মোহাম্মদ তাজ উদ্দিন স্বাক্ষরিত উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগপত্রে উল্লেখ করেন, ঘোষিত নির্বাচন কমিশনের ক্রমিক নং ১,২,৫,৬ ও ৭-এর সদস্যরা প্রকাশ্যে একটি রাজনৈতিক দলের সক্রিয় সমর্থক হিসেবে পরিচিত। এতে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, ২০১৭ সালের ২৪ মে অনুষ্ঠিত তিন বছর মেয়াদি সর্বশেষ নির্বাচনে সভাপতি ও সেক্রেটারি তৎকালীন কৃষিমন্ত্রীর প্রত্যক্ষ সমর্থনে নিয়মিত মেয়াদ শেষ হওয়ার পরও ২০২৫ সাল পর্যন্ত নির্বাচন ছাড়াই অবৈধভাবে দায়িত্ব পালন করে আসছেন। ভোটার তালিকা নিয়েও প্রশ্ন তোলে তিনি বলেন, ২০১৭ সালের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৯৯০ জন, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে মাত্র ১১৩৩ জনে। অথচ যথাযথভাবে হালনাগাদ করা হলে ভোটার সংখ্যা আড়াই থেকে তিন হাজার হওয়ার কথা। এটি বর্তমান ভোটার তালিকার অসম্পূর্ণতা ও পক্ষপাতমূলক প্রণয়নের প্রমাণ বলে অভিযোগ করেন তিনি।
বর্তমান জাতীয় রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ উল্লেখপূর্বক তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অসম্পূর্ণ ভোটার তালিকা নিয়ে এই সময়ে নির্বাচন আয়োজন করলে ব্যবসায়ী সমাজে বিভাজন ও অস্থিরতা দেখা দিতে পারে। এ অবস্থায় তিনি নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালনাগাদকৃত ভোটার তালিকা প্রণয়ন না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার দাবি জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন জানান, নির্বাচন স্থগিত চেয়ে একটি আবেদন পেয়েছি। সবাইকে নিয়ে বসে বিষয়টি সমঝোতার চেষ্টা করা হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.