প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ৪:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১১, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ
নেত্রকোণা সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবর-সাধারণ সম্পাদক সেন্টু

আসাদুজ্জামান তালুকদার:
সোমবার (১১ আগষ্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপি এদেশের মাটি ও মানুষের দল। বিএনপি সব সময় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করে আসছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসে বিএনপিসহ বিরোধী মত দমন করতে অত্যাচার, নির্যাতন, মামলা, হামলা, অপহরণ, গুম, খুনের পথ বেঁচে নেয়।
তিনি বলেন, বিগত ১৭ বছর দেশে বাক স্বাধীনতা ও গণতন্ত্র ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে এসেছে। এরই ধারাবাহিকতা ছাত্র জনতা ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। স্বৈরাচারের পতন হলেও এখনও দেশে গনতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরে আসেনি। পতিত স্বৈরাচার ভারতের মাটিতে বসে অফিস খুলে দেশ বিরোধী নানা ধরনের ষড়যন্ত্র করছে। ফ্যাসিবাদ যাতে আর কোন দিন এদেশে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, জাতীয় সংসদের নির্বাচনে তফসিল ঘোষণা পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবে।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে কোন প্রকার ভূল করা যাবে না। দেশের মানুষ যদি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট দেয়ার সুযোগ পায়। তাহলে আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি, তারা বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তৃনমুল পর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্য নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
তিনি সোমবার (১১ আগস্ট) দুপুরে স্থানীয় পাবলিক হলে নেত্রকোনা সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
নেত্রকোনা সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মজিবুর রহমান খান এর সভাপতিত্বে সদস্য সচিব মোঃ তাজেজুল ইসলাম ফারাস সুজাত এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী, জেলা বিএনপির সদস্য সচিব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোঃ খোরশেদ মিয়া আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এম পি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহবায়ক এডভোকেট আমিনুল হক খান মুকুল, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা প্রমূখ।
সম্মেলনে সভাপতি প্রার্থী মোঃ মজিবুর রহমান খান ও তাজেজুল ইসলাম ফারাস সুজাত, সাধারণ সম্পাদক প্রার্থী তাজ উদ্দিন ফারাস সেন্টু ও এডভোকেট আব্দুর রাজ্জাক নিজেদের পক্ষে ভোট প্রার্থনা করেন।
সম্মেলনে ভোট গণনার সর্বশেষ তথ্য অনুযায়ী নেত্রকোণা সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবর রহমান খান, সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু নির্বাচিত হয়েছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.