প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৫, ২০২৫, ৬:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৩, ২০২৫, ৪:০০ অপরাহ্ণ
নেত্রকোণায় এমএফএসকর্মী রিজনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন

আসাদুজ্জামান তালুকদার:
বুধবার (১৩ আগস্ট) বেলা তিনটায় এমএফএস (মোবাইল ফাইনানসিং সার্ভিস) কর্মী রিজন তালুকদার হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তার সহকর্মী, বন্ধু ও স্বজনরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিকাশের ম্যানেজার ধ্রুব জ্যোতি সরকার, সুপারভাইজার রাসেল মিয়া, কর্মী বৃন্দের মধ্যে জাহিদ হাসান, রেজুয়ান মিয়া, মানিক সাহা, তীর্থ সেন, আশরাফুল ইসলাম, সোহরাফ প্রমুখ। বক্তারা বলেন, বিকাশ কর্মী রিজন তালুকদারকে নির্মমভাবে খুনের ঘটনা দেশের সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। সারা দেশেই এখন বিকাশের কর্মীরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। বিভিন্ন সময় হত্যাসহ তাঁদের ওপর হামলা-নিপীড়নের ঘটনায় দ্রুত ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটনা ঘটছে।
রিজন হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ছাড়া বিকাশের কর্মীদের উপর হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন ও হত্যাকান্ডের বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান বক্তারা।
প্রসঙ্গত , গত রোববার সকালে নেত্রকোণা শহরের বিকাশ এজেন্টের কার্যালয় থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হন রিজন। বেলা ৩ টার পর থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাঁকে না পেয়ে ওই রাতে পরিবারের লোকজন নেত্রকোণা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের তিনদিন পর রিজনের হাত-পা বাঁধা মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
আটপাড়া থানার ওসি তদন্ত প্রদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশের পরিচয় সনাক্ত করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.