প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৫, ২০২৫, ৩:৫৪ অপরাহ্ণ
মৌলভীবাজারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

তিমির বনিক:
বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ই আগস্ট) জুম্মার নামাজের পর জেলা বিএনপি'র আয়োজনে শহরের হযরত শাহ্ মোস্তফা দরগা মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অংশ নেন- বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপি'র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী,আব্দুল মুকিত,মিজানুর রহমান মিজান, বকসী মিসবাউর রহমান, মো.ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপি'র সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর বিএনপি'র আহ্বায়ক সৈয়দ মমশাদ আহমদ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোওয়ার মজুমদার ইমন সহ জেলা ও উপজেলা, পৌর বিএনপি, জেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, তাতী দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দলীয়ভাবে জন্মদিনের কেক কাটার আয়োজন না থাকলেও জেলার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এমনটাই বিভিন্ন পর্যায়ে জানা গেছে।
দোয়া মাহফিলে বিগত ২০২৪ সালের ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.