তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে `তারুণ্যের রাজনৈতিক ভাবনা` শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার বর্তুল গ্রামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।
সভায় দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কালীগঞ্জের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। রাজনৈতিক, অরাজনৈতিক এবং রাজনৈতিক সচেতন তরুণদের অংশগ্রহণে নির্বাচন, সংস্কার, নাগরিক নিরাপত্তা ইত্যাদি নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে। পাশাপাশি জুলাই বিপ্লবের জানা-অজানা তথ্য, এ বিপ্লবে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কালীগঞ্জের শিক্ষার্থীদের অবদান ও ভূমিকা নিয়েও আলোচনা হয়।
ছাত্র দল নেতা আবু বকর সিদ্দিকীর সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রানা সরকার, শাহনেওয়াজ, নাজমুল হাসান, হাফিজুর রহমান, মিতু আক্তার, মোতাহের হোসেন নাঈম সহ আরও অনেকে।
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী এবং ওই বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব শিক্ষার্থী রানা সরকার বলেন, আমরা যারা যুবসমাজ আছি, তারা কালীগঞ্জের সংসদীয় আসন থেকে এমন একজন মানুষকে প্রত্যাশা করি, যার মধ্যে ন্যায় বোধ আছে এবং যিনি আসলেই তার কথা রাখেন।
আলোচনায় একেএম ফজলুল হক মিলন গাজীপুর-৫ আসন তথা কালীগঞ্জের আগামী দিনের রাজনীতি, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা এসব খাতে কী ধরনের সংস্কার প্রয়োজন, সে বিষয়ে তরুণদের মতামত জানতে চান।
এ সময় তরুণদের উদ্দেশে তিনি বলেন, “দেশের উন্নয়নে তারুণ্যের শক্তি সবচেয়ে বড় সম্পদ। তাদের সঠিক দিকনির্দেশনা ও অংশগ্রহণের মাধ্যমেই আগামী বাংলাদেশ গড়ে উঠবে।”
তিনি আরো বলেন, "আগামী নির্বাচনে কালীগঞ্জের বিএনপির ইশতেহারে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সাথে অরাজনৈতিক শিক্ষার্থীদের পরামর্শ নেওয়া হবে"
আগামী নির্বাচনে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করে ফজলুল হক মিলন প্রতিশ্রতি দেন, তরুণদের সাথে নিয়ে কালীগঞ্জকে আধুনিক ও সুশৃঙ্খল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।
এ সময় স্থানীয় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আকন্দ মোমেন, ছাত্রদল নেতা ইয়াসিন মোল্লা, মেহেদী হাসান হিমেল ও অন্যান্য নেতবৃন্দ সহ দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই শতাধিক কালীগঞ্জের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.