প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৮, ২০২৫, ২:৩০ অপরাহ্ণ
মানবিক কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে: কয়েস লোদী

উৎফল বড়ুয়া, সিলেট:
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র (১ম) ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, মানবিক কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। মানবিক হচ্ছে সমাজের প্রতি দায়িত্বশীল হওয়া, অন্যদের সাহায্য করা এবং ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা। এই ধরনের কাজের মাধ্যমে আত্মিক শান্তি ও সন্তুষ্টি লাভের পাশাপাশি, কর্মজীবনেও সফলতা অর্জন করা সম্ভব।
তিনি বলেন, মানবিক কাজে যুক্ত থাকার মাধ্যমে আত্ম-সচেতনতা বাড়ে এবং নিজের দুর্বলতা ও শক্তি সম্পর্কে ধারণা জন্মে। এর ফলে আত্ম-উন্নয়ন দ্রুত হয়। বিভিন্ন মানবিক কার্যক্রমে যুক্ত হলে, সমস্যা সমাধান, যোগাযোগ, নেতৃত্ব এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পায়। যা কর্মজীবনে অতিব প্রয়োজনীয়। মানবিক কাজের সূত্রে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়, যা কর্মজীবনে নতুন সুযোগ এনে দিতে পারে। মানবিক কাজ কেবল সমাজসেবা নয়, বরং এটি আত্ম-বিকাশ, কর্মজীবনের উন্নতি এবং আত্ম-প্রতিষ্ঠার একটি শক্তিশালী মাধ্যম। তিনি মানবকল্যাণে অবদান রাখায় আনোয়ার ফাউন্ডেশন ইউকের ও লিমন আহমদের কার্যক্রমের প্রশংসা করেন।
তিনি আজ সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে এসোসিয়েশনের জিন্দাবাজারস্থ কার্যালয়ে মানবকল্যাণে বিশেষ অবদান রাখায় আনোয়ার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নানের সভাপতিত্বে এবং দৈনিক সিলেটের সংবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামের পরিচালনায় সম্মানিত অতিথির বক্তব্যে রাখেন আনোয়ার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদ।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বৃটিশ নাগরিক সমাজকর্মী কাজী তানজিনা খাতুন, তরুণ ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, লোকমান হোসেন ও খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রুমন।
স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সদস্য আব্দুল মাজিদ চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সিনিয়র সদস্য শাহ মো. কয়েস আহমদ, শাহীন আহমদ, রত্না আহমদ তামান্না, বাবর জেয়ারদার, রেজওয়ান আহমদ, তৌফিকুর রহমান হাবিব, সদস্য মোশারফ হোসেন অমিত, সুলেমান সুহেল, আশরাফুল ইসলাম, রাধে মল্লিক তপন, কৃতিশ তালুকদার, জাকির হোসেন দিপু, ঈশা তালুকদার, সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও এসোসিয়েশনের সদস্যরা লিমন আহমদকে সম্মাননা স্মারক প্রদান করেন এবং ফুলেল তোড়া দিয়ে কাজী তানজিনা খাতুনকে শুভেচ্ছা জানান।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.