শহিদুল ইসলাম:
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি'র উদ্যোগে ১৭ আগস্ট ২০২৫, রবিবার বিকাল ৫ টায় সিলেট শহরের প্রাণকেন্দ্র পূর্ব জিন্দাবাজারের গ্রান্ড বুফেটে মানবিক কার্যক্রমকে গতিশীল করার জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ট্যুরিজম ও উদ্যোক্তা বিষয়ক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: শহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন কবি ও সাংবাদিক নূরুদ্দীন রাসেল। কোরআন তেলওয়াত করেন মো: হাদিউল ইসলাম শাহরিয়ার ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ সভাপতি আব্দুল মোমেন।
এতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সামাজিক ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান এম,এ মতিন।
সংবর্ধিত অতিথি ছিলেন আইওনিয়াস মেকওভার ওয়ার্ল্ড ইউকে’র সিইও, জেসমিন ফেরদৌস। হোটেল ফারমিছ গার্ডেন এর স্বত্বাধিকারী ফারমিছ আক্তার। বিশেষ অতিথি ছিলেন ইউকে-বাংলা বিজনেস সেন্টারের স্বত্বাধিকারী মোঃ মাহবুব আলম লস্কর।সেভেন ভিউ এসি বাজারের পরিচালক শাহীন হোসেন। আয়কর আইনজীবী ও সাংবাদিক মো: জহিরুল ইসলাম রিপন আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া তালুকদার, সমাজ কর্মী রুম্মান হক, ফাউন্ডেশনের সদস্য আহসান ইব্রাহীম, ফাউন্ডেশনের সদস্য কাজী দিদার মিয়া, শিমুল আহমদ বাদশা, মো: আব্দুল বাকী, বদরুল আহমদ, রেশমা জান্নাতুল রুমা, মো: শামসুল ইসলাম সানী সহ সামাজিক ও ব্যবসায়ী নেত্রবৃন্দ।
মোহাম্মদ কাপ্তান হোসেন বলেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন আজকের এই মানবিক উদ্যোগ ট্যুরিজম, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে অসহায় গরিবদের সাহায্য করার জন্য এবং যেকোন প্রাকৃতিক দুর্যোগের পর ত্রাণ কার্যক্রম দ্রুত ও সুসংগঠিত মানবিক কার্যক্রমকে আরো গতিশীল করার প্রয়োজন আমরা সাধুবাদ জানাচ্ছি।
মো: শহিদুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগের পর দ্রুত ত্রাণ সামগ্রী বিতরণ, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য মানবিক কার্যক্রমকে আরও দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করতে ও কার্যক্রমের পরিধি বৃদ্ধি এবং বেশি সংখ্যক মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ায় আমাদের মূল লক্ষ্য।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.