প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ৩:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৮, ২০২৫, ৪:০০ অপরাহ্ণ
চর পর্যায়ে কৃষি পণ্য বাজারজাতকরণ সারের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের দাবিতে প্রতিবাদ কর্মসূচি

রাজু সরকার গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে কৃষিপণ্যের ন্যায্যমূল্য ও সার সংকট নিরসনের দাবিতে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার (১৮ আগস্ট) ফজলুপর ও ফুলছড়ি ইউনিয়নে প্রকল্পের অংশগ্রহণকরী নারী-পুরুষ ও সাধারণ জনগণ একত্রিত হয়ে এ প্রতিবাদে অংশ নেন।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ও এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে ‘কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি মাধ্যমে বক্তারা দাবি তুলে ধরে বলেন, চরাঞ্চলে বাজার ব্যবস্থাপনা না থাকায় তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণে নানা বাধার সমমুখী হচ্ছে যার কারণে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি সারের নিদিষ্ট ডিলার না থাকায় মধ্যসত্বভূগীরা কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করায় কৃষকদের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে।
প্রতিবাদ কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, ফজলুপুর ইউপি সদস্য ময়েজ মিয়া, উত্তর খাটিয়ামারী কাশফুল নারী দলে সভাপতি মাজেদা বেগম, টাওয়ার বাজার জবা নারী দলের সদস্য ইয়াসমিন খাতুন, পশ্চিম পারুল বেগম রোকেয়া নারী দলের সভাপতি হামিদা বেগম, যুবক যুবতী দলের সদস্য নুরুল ইসলাম, সাজু মিয়া , টেংরাকান্দি বেলি নারী দলের সদস্য মোর্শেদা বেগম প্রমুখ।
বক্তারা অবিলম্বে চর পর্যায়ে কৃষিপণ্যের সঠিক বাজারজাতকরণ, সংরক্ষণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য সরকারের কাছে দাবি জানান।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.