প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৩, ২০২৫, ১১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৮, ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ’২০২৫ এর উদ্বোধন; হাঁস-মুরগির বিষ্টা- গরুর গোবর ব্যবহার না করার আহ্বান

দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে র্যালি,মাছের পোনা আবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট’২৫) জাতীয় মৎস্য সপ্তাহ কমিটি এর আয়োজন করে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল“অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি”।
সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় বক্তারা বলেন,খাল-বিল,নদী-নালা কমে যাওয়ায় দেশি মাছ হারিয়ে যাচ্ছে। অন্যদিকে যেসব নদী নালা আছে সেগুলো প্লাস্টিকসহ নানান বর্জ্যে দুষিত হচ্ছে। এতে নিরাপদ মাছ চাষ বিঘ্নিত হচ্ছে। মাছ চাষে সরকারি সুবিধা বঞ্চিত না হন,সভায় এমন দাবি করেন প্রান্তিক মৎস্য চাষীরা।
প্রধান অতিথির বক্তব্যকালে উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন,প্রাকৃতিক কারণেই বাংলাদেশ মাছ চাষে উপযোগী। ইলিশ উৎপাদনেও বাংলাদেশ প্রথম। কিন্ত ব্যক্তি স্বার্থে নিষিদ্ধ চায়না দুয়ারির জালে রেণু পোনা মাছ ধরে সেই অর্জনকে ব্যহত করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উজেলা মৎস্য অফিসার তহুরা হক। স্বাগত বক্তব্যকালে তিনি জানান,উপজেলায় ২হাজারের উপরে পুুকুর আছে,মৎস্য খামারি আছে ৩ হাজারের বেশি। তাদেরকে, হাঁস-মুরগির বিষ্টা ও গরুর গোবর ব্যবহার না করার আহ্বান জানান ।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, জাতীয়তাবাদী জেলা মৎস্য জীবি দলের সাধারন সম্পাদক মামুন আল হক,মৎস্য চাষী নয়ন কুমার ও রাকিবুল ইসলাম।
আলোচনা সভা শেষে সফল মাছ চাষীর স্বীকৃতিস্বরুপ - নয়ন কুমার ও রাকিবুল ইসলামকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এর আগে র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে পুকুরে ১৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
উপস্থিত ছিলেন-কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান,প্রাণীসম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম, সমাজ সেবা অফিসার মাসুদ রানা,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মনিরুল ইসলামসহ আলপনা ইয়াসমিন ও মৎস্যজীবিরা।
মৎস্য অফিসার জানান,এ ছাড়াও সপ্তাহব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে- মৎস্যচাষী,জেলে ও মৎস্যজীবিদের নিয়ে মতবিনিময় সভা,জনবহুলস্থানে মৎস্য বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শন,স্কুলে মৎস্য বিষয়ে রচনা প্রতিযোগিতা,মৎস্যখাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা শীর্ষক কর্মশালা,মৎস্য চাষীর পুকুরের মাটি,পানির ভৌত-রাসায়নিক গুণাগুন পরীক্ষা ও নিরাপদ মৎস্য উৎপাদনে ক্যাম্পেইন এবং সমাপনী দিনে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.