প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ৩:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২০, ২০২৫, ২:৫৬ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুঠিয়ায় নির্বাচনী সমাবেশ

মোহাম্মদ আলী,পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং শিলমাড়িয়া ইউনিয়নের উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২০ আগস্ট) বিকাল ৫ টার দিকে পুঠিয়ার পচামাড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন সভাপতি (ভারপ্রাপ্ত) তাহের হুদা রঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
তিনি তার বক্তব্যে বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। অন্যথায় আবারো ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। তিনি আশা প্রকাশ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ ইসলামের পক্ষে থাকবে। তারা জোট বেঁধে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুরা ও কর্মপরিষদ সদস্য রাজশাহী জেলা মাওঃ আহমদ উল্লাহ, পুঠিয়া উপজেলা আমীর মাওলানা মনজুর রহমান, পুঠিয়া উপজেলা সেক্রেটারি এএইচএম মুনছুরুল হক ও জামায়াত মনোনীত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোঃ আনিসুর রহমান।
আরও উপস্থিত ছিলেন তাহেরপুর পৌরসভার আমীর অধ্যাপক শহীদুজ্জামান মীর, পুঠিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী মির্জা, জিউপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন সরকার ও পুঠিয়া উপজেলা শ্রমিক কল্যান সভাপতি আমিনুল ইসলাম ডালিমসহ শহীদ আলী রায়হান ভাই এর গর্বিত পিতা আলহাজ্ব মোসলেম উদ্দিন।
উক্ত অনুষ্টানে ইউনিয়ন সেক্রেটারি বাবলু রহমানের সঞ্চালনায় সমাবেশে অত্র ইউনিয়নের ছাত্র, যুবক ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.