প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ৯:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২৫, ৪:১২ অপরাহ্ণ
দুবরিয়া বাজারে মাদকবিরোধী সচেতনতা সভা “মাদকের বিষয়ে জিরো টলারেন্স, কাউকে ছাড় দেওয়া হবে না”

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন বলেছেন, "মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স। থানায় দায়িত্ব গ্রহণের পর থেকে কোন মাদক কারবারি ও খোর আটক হলে আদালতের কাঠগড়ার বাইরে ছাড়া হয়নি এবং ভবিষ্যতেও হবে না।"
তিনি আরও বলেন, "আপনারা আপনাদের সন্তানদের খোঁজখবর রাখুন, বিশেষ করে সন্ধ্যার পর তারা কোথায় যায়। মাদক ব্যবসায়ী বা খোরকে সামাজিকভাবে বয়কট করুন। তাদের আটক করে আমাদের খবর দিন, আমরা আইনের হাতে তুলে দেবো। মাদক ব্যবসায়ী কোনো দলের না, কোনো পরিবারেরও না। তাদের সাথে কারো সম্পর্ক থাকবে না।"
ওসি আলাউদ্দিন সতর্ক করে দিয়ে বলেন, "মাদক ব্যবসায়ীর জন্য যদি কোনো দলের নেতা সুপারিশ করেন, আমি স্পষ্ট জানিয়ে দেবো যে উক্ত নেতা মাদক কারবারীর পক্ষে অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে তিনি ভাগ পান। আমার কাছে এখন পর্যন্ত কেউ মাদক ব্যবসায়ীর বিষয়ে সুপারিশ করার সাহস দেখায়নি, ভবিষ্যতেও তা করলে কোনো লাভ হবে না।"
তিনি আরও বলেন, "মাদক খেয়ে নষ্ট হচ্ছে আপনাদের আদরের সন্তান ও স্বজন। এ বিষয়ে সামাজিক সচেতনতা গড়ে তুলুন। সরকারের সামর্থ নেই উন্নত যানবাহন দেয়ার। তাই আপনাদের সিএনজি, পিকআপ রিকন্ডিশন করে আমরা কাজে লাগাই এবং তেলের খরচ দেই। এখান থেকে চোর যাচ্ছে পিকআপে আর আমার পুলিশ আসছে সিএনজিতে। তাই আপনাদের জানমাল রক্ষায় আপনাদেরও এগিয়ে আসতে হবে, আমরা সহযোগিতা করবো।"
মতবিনিময় সভা রবিবার (২৪ আগস্ট) জাংগালিয়া ইউনিয়নের দুবরিয়া বাজারে মাদকবিরোধী সচেতনতা ও গরু চুরি রোধে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওসি আলাউদ্দিন।
সভায় সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর আবুল কালাম। সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা হান্নান দেওয়ান।
এসময় বক্তব্য রাখেন—কালীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মীল হারিছ মাস্টার, ৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাছেন আলী সরকার, যুবদল নেতা মোশারফ হোসেন মোল্লা, গ্রাম পুলিশ আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.