প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৫, ৫:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে বইপাঠ উৎসবের সূচনা

তাপস দাশ:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শিক্ষাঙ্গনে বইকে ঘিরে নতুন জোয়ার।
শিক্ষার্থীদের অভ্যাস গড়তে শুরু হলো “বই পড়া প্রতিযোগিতা ২০২৫”।
উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। প্রথম দিনেই অংশ নিল হাজারো শিক্ষার্থী।
সোমবার (২৫ আগষ্ট) সকাল দশটা। একযোগে উপজেলার ৩৬ প্রতিষ্ঠানে শুরু হয় ‘মুকুল পর্ব’। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ২১ হাজার শিক্ষার্থী যুক্ত হলো এই পাঠযাত্রায়। পাঠ্যপুস্তকের বাইরের ৬৪টি গল্প, প্রবন্ধ, উপন্যাস—সবই প্রশ্নোত্তরের উপাদান।
প্রতিযোগিতা চলবে তিন ধাপে—মুকুল, ফুল, ফল।
প্রথম ধাপে প্রতিটি শ্রেণি থেকে বাছাই হবে পাঁচজন সেরা। পরের ধাপে থাকবে লটারি। বই বেছে লিখিত ও মৌখিক পরীক্ষায় মূল্যায়ন হবে শিক্ষার্থীদের। শেষ ধাপে উপজেলা পর্যায়ে বড় আসর। প্রতিটি বিভাগ থেকে নির্বাচিত হবে সেরা দশজন।
সহযোগিতায় আছে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব। পাঠ সহযোগিতায় যুক্ত উত্তরণ। বই সংগ্রহের সুযোগ থাকবে ব্যক্তিগত উদ্যোগে এবং বিদ্যালয়ের গ্রন্থাগারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন—“আমরা চাই শিশুরা শুধু পরীক্ষার জন্য নয়, জীবনের জন্যও পড়ুক। বই পড়া হোক জ্ঞান, নৈতিকতা ও সংস্কৃতির আলো।”
এখন শ্রীমঙ্গলের শিক্ষাঙ্গনে বই যেন এক নতুন আলো। শিক্ষার্থীদের কণ্ঠে কণ্ঠে ভেসে আসছে পড়ার আনন্দ, করিডর ভরে উঠছে জ্ঞানের সুরে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.