প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ৪:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৮, ২০২৫, ৩:৩৪ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো কৈলাস সংঘের আয়োজনে “শ্রী শ্রী গনেশ পূজা”

তিমির বনিক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সার্বজনীন দুর্গা বাড়িতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী গণেশ পূজা।
বুধবার (২৭শে আগস্ট) সকাল থেকে দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে "কৈলাশ সনাতনী সংঘ" এর উদ্যোগে এ পূজা অনুষ্ঠিত হয়।
এ নিয়ে ৫ম বারের মতো আয়োজিত এই পূজার কর্মসূচির মধ্যে ছিল মঙ্গলঘট স্থাপন, পূজা-অর্চনা, গীতা পাঠ, অঞ্জলি প্রদান, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় রীতিনীতির মধ্যে আয়োজন করা হয়। গীতা পাঠ করেন শ্রী জয়ন্ত কুমার ভট্টাচার্য।
প্রাচীন ধর্মগ্রন্থ মতে, হিন্দুধর্মের অন্যতম সর্বাধিক পূজিত দেবতা শ্রী শ্রী গণেশ। তিনি শিব ও পার্বতীর পুত্র, যিনি বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। ভক্তদের কাছে তিনি গণপতি, বিঘ্নেশ্বর, বিনায়ক, গজপতি নামেও পরিচিত। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশ পূজা পালিত হয়ে থাকে। বিশ্বাস করা হয়, এই দিনে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে সিদ্ধিদাতা গণেশ মর্ত্যে অবতীর্ণ হন।
অনুষ্ঠান বিষয়ে কৈলাশ সনাতনী সংঘের সাংগঠনিক সম্পাদক বলেন, আমরা টানা ৫ম বারের মতো শ্রীমঙ্গল সার্বজনীন দুর্গা বাড়িতে সিদ্ধিদাতা গণেশের পূজার আয়োজন করেছি। বিশ্ব শান্তি কামনায় প্রতিটি প্রানীলোক সুন্দর ও শান্তিময় হয়ে উঠুক এটাই কামনা করি। সন্ধ্যায় পর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান,এর পর চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
কৈলাস সংঘের তথ্য অনুযায়ী জানা যায়,বুধবার সকালে মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়েই পূজা কার্যক্রম শুরু হয়। পূজা শেষে অঞ্জলি প্রদান এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ চলে রাত পর্যন্ত।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.