প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৫:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৮, ২০২৫, ১:২৪ অপরাহ্ণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অন্তবর্তীকালীন সরকারের জানাযা পড়েছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা

উৎফল বড়ুয়া, সিলেট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অন্তবর্তীকালীন সরকারের জানাযা পড়েছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচী, বিক্ষোভ সমাবেশের পাশাপাশি 'গায়েবানা জানাযা' পড়েন শিক্ষার্থীরা।
তিনদফা দাবি আদায় ও ঢাকায় শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বরে শুরু হয় কর্মসূচি।
শুরুতে সেখানে কিছুক্ষণ অবস্থান করেন শিক্ষার্থীরা। এর আগে থেকেই প্রকৌশল অনুষদের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করছেন বিক্ষোভকারীরা।
কর্মসূচিতে শিক্ষার্থীরা 'কোটা যদি দেশ খায়, ধ্বংস তার দোরগোড়ায়', 'চাকরিতে বৈষম্য, মানি না মানবো না', 'বৈষম্যের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও' সহ নানা প্রতিবাদি প্লাকার্ড হাজির হোন। পরে বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা ন্যায্য দাবিতে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি তাদের দাবি মেনে নিতে সরকারের কাছে আহবান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গোল চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের মূল ফটকে এসে অবস্থান নেয়। মিছিলে বিক্ষোভকারীরা কোটা প্রথার বিরুদ্ধে স্লোগান দেন।
পরে পুলিশি হামলার প্রতিবাদে 'অন্তর্বর্তীকালীন সরকারের গায়েবানা জানাজা' কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ শিক্ষকরা।
আন্দোলন শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
১. ইঞ্জিনিয়ারিং এবং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে মেধাক্রম দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।
২. টেকনিক্যাল দশম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ পূরণের জন্য উন্নত করতে হবে। অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদেরকে পরীক্ষায় সুযোগ দিতে হবে।
৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.