তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে ফয়সাল (১৩) নামে এক অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে তুমলিয়া ইউনিয়নের দক্ষিণসোম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মকবুল হোসেনের ছেলে। সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পুটিনা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, স্কুল বন্ধ থাকায় দুপুরে ১০-১৫ জন বন্ধু মিলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে ফয়সাল। ডুব-সাঁতারের খেলায় একাধিকবার পুকুরে ডুব দেয় সে। একপর্যায়ে পুকুরের ঘাটের সিঁড়ির নিচে লুকায়, কিন্তু সেখান থেকে আর উঠতে পারেনি। বন্ধুরা ভেবেছিল, ফয়সাল সাঁতরে অন্য পাড়ে উঠে বাড়ি চলে গেছে। সবাই গোসল সেরে বাড়ি ফিরলেও ফয়সাল আর ফেরেনি।
কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে আবারও পুকুরে খোঁজ শুরু হয়। অবশেষে পুকুরের সিঁড়ির নিচ থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ মো. শহিদুল ইসলাম বলেন, “ফয়সালকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বিষয়টি থানায় জানানো হয়েছে।”
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, “হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.