প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ১:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ণ
ধর্ষণ, অস্ত্র ও হল দখলের রাজনীতি বাংলাদেশের কোথাও চলবে না’: ইবি ছাত্রদলের আহ্বায়ক

আবির হোসেন, ইবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নারী শিক্ষার্থীকে ‘গণধর্ষণের’ হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা ও দেশব্যাপী শিবিরের নেতাকর্মীদের দ্বারা নারী শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে দুপুর দেড়টায় অনুষদ ভবনের সামনে থেকে মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীরা ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘শিবিরের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘ধর্ষকদের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘লুঙ্গির নিচে রাজাকার, লুঙ্গির মালিক স্বৈরাচার, ‘শিবিরের ধর্ষকেরা, হুঁশিয়ার সাবধান’ সহ বিভিন্ন স্লোগান দেয়।
সমাবেশে সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ শিবিরের উদ্দেশ্যে বলেন, আপনারা বিগত ১৬ বছর ওই ফ্যাসিবাদের পক্ষে ছিলেন আর গনতন্ত্রবাদী মানুষের উপর নির্যাতন ও ছাত্রীদের উপর ধর্ষণ চালিয়েছেন। আপনারা সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধষণের হুমকি দেন তখন আমাদের নিন্দা জ্ঞাপন করতে লজ্জা হয়।
আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অতিদ্রুত এই ধর্ষণের হুমকিদাতাকে গ্রেফতার করার দাবি জানাই। ছাত্রশিবিরকে এই ধর্ষকের লালনপালন বন্ধ করতে হবে। ধর্ষণ, অস্ত্র ও হল দখলের রাজনীতি সারা বাংলাদেশে কোথাও চলবে না। শিবিরের নেতৃবৃন্দের কাছে তাদের ছেলেদের থামানোর এবং ধর্ষনের পক্ষে অবস্থান না নেওয়ার আহ্বান জানান। এছাড়া তিনি ইবি প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজিদের খুনিদের দ্রুত গ্রেফতার ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে শিক্ষার্থীদের হয়রানি নিরসনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে প্রশাসন ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.