প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ১:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৪:৫৭ অপরাহ্ণ
বাঘায় বিরোধ নিষ্পত্তি শালিসে প্রধান শিক্ষকের ভুল স্বীকার

দোয়েল,বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় মহদীপুর-হিলালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তি করা হয়েছে।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর ) দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শালিস বৈঠকে বিরোধ নিস্পত্তি করা হয়।
এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ।
জানা যায়, দেশের পট পরিবর্তনের আগে একছত্র আধিপত্য বিস্তার করে শিক্ষক-কর্মচারি নিয়োগসহ বিদ্যালয় পরিচালনা করে আসছিলেন প্রধান শিক্ষক আব্দুল খালেক। দেশের পট পরিবর্তনের পর সেইসব বিষয়াদি সামনে এনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফুঁসে উঠেন সহকারি শিক্ষক-শিক্ষার্থীরা।
এ নিয়ে মানববন্ধন, মারামারি ছাড়াও সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করা হয়। বিরোধে জড়িয়ে শিক্ষক-শিক্ষার্থীদের বাঁধার মুখে দীর্ঘদিন বিদ্যালয়ে আসতে পারেননি প্রধান শিক্ষক ।
সর্বশেষ ৩০ জুলাই লোকজন নিয়ে বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করেন প্রধান শিক্ষক। এই খবরে সহকারি শিক্ষক-শিক্ষার্থীরাসহ স্থানীয়রা মিলে প্রতিহত করার চেষ্টা করেন। এদিন বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধনও করেন শিক্ষার্থীরা। উভয় পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহত হন উভয় পক্ষের অন্তত ২৫ জন । বিষয়টি নিয়ে উভয় পক্ষ থানায় অভিযোগ করেন।
পরে বিষয়টি হস্তক্ষেপ করে, আবু সাঈদ চাঁদ শিক্ষক,অভিভাবক ও স্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে সমঝোতার আশ্বাস দেন। মঙ্গলবার অনুষ্টিত শালিস বৈঠকে নিজের ভূল বুঝতে পেরে ক্ষমা চান প্রধান শিক্ষক আব্দুল খালেক। শালিসের সিদ্ধান্ত মতে আগামীতে শিক্ষকদের নিয়ে আলোচনার মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক কর্মকান্ড পরিচালনা করবেন বলে অঙ্গিকার করেন।
প্রধান শিক্ষক আব্দুল খালেক ও সহকারি প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, নের্তৃস্থানীয় ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি তারা নিস্পত্তি করে নিয়েছেন।
আবু সাঈদ চাঁদ বলেন, শিক্ষার পরিবেশ ও সুষ্টভাবে বিদ্যালয় পরিচালনার স্বার্থে এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে সৌহার্দ আচরণ বজায় রেখে বিদ্যালয় পরিচালনার অঙ্গিকারে নের্র্তৃস্থানীয় ব্যক্তিবর্গ ও শিক্ষকদের সমন্বয়ে অনুষ্ঠিত শালিস বৈঠকে বিরোধটি নিস্পত্তি করা হয়েছে। অতীত ভূলে গিয়ে তারা নতুন আঙ্গিকে পথ চলা শুরু করবেন বলে অঙ্গিকার করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবুল, সদস্য সচিব আশরাফ আলী মলিন, মনিগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি হেলাল উদ্দিন রিয়াল, দাদপুর-গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, কালিদাসখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ সরকার,খানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব, মীরগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মুর্শেদ,পলাশী ফতেপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রোকনুজ্জামানসহ স্থানীয় লোকজন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.