প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ৯:২১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ৩:১৪ অপরাহ্ণ
শেরপুর ৮৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারে সড়ক বিভাগের নিয়মিত উচ্ছেদ অভিযানে প্রায় ৮৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নুরের জামান চৌধুরী। জানা যায়, দীর্ঘদিন ধরে শেরপুর বাজার এলাকায় সড়কের পাশে সরকারি জায়গা দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এসব দখলদারদের হাত থেকে জায়গা উদ্ধার করতে জেলা প্রশাসন ও সড়ক বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।
এ সময় টংঘর, দোকানপাট, টিনশেড ও আধাপাকা ঘরসহ মোট ৮৫টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পরে দখলদারদের সতর্ক করে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি জমিতে ভবিষ্যতে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করা যাবে না।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নুরের জামান চৌধুরী জানান, “শেরপুর বাজারে সড়ক বিভাগের আওতাধীন ১ একর ২০ শতাংশ জায়গা উদ্ধার করা হয়েছে। এ অভিযানে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।”
মৌলভীবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কাউছার হামিদ বলেন, “নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সড়কে নিরাপত্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের স্বার্থেই এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতে এখানে সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলমান থাকবে।”
প্রশাসনের কঠোর অবস্থান এবং সেনাবাহিনীর, শেরপুর ফাঁড়ি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পুরো অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.