ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
'আগামীর সঞ্চয় হোক এখন থেকেই’ এই অঙ্গীকার নিয়ে ও আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যকে সামনে রেখে দেশব্যাপী স্কুল ব্যাংকিং কার্যক্রমের অংশ হিসেবে সাউথইস্ট ব্যাংক চট্টগ্রামের লোহাগাড়া শাখার উদ্যোগে বিশেষ স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে আমিরাবাদ চেরী গ্রামার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের গুরুত্ব ও ভবিষ্যতের আর্থিক সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরাবাদ চেরী গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মঈন উদ্দীন আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও লোহাগাড়া শাখার ব্যবস্হাপক এ.এইস. এম ইফতেখার উদ্দীন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির লোহাগাড়া শাখার ম্যানেজার অপারেশন ছোটন কান্তি দত্ত, এক্সিকিউটিভ অফিসার মোজাহিদ হোছাইন ও শিক্ষক মোহাম্মদ সায়েদ। শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও চকলেট বিতরণ করা হয়। এসময় স্কুলের শিক্ষক, অভিভাবকগণসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের মাঝে ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুললে ভবিষ্যতে তারা অর্থনৈতিকভাবে সচেতন নাগরিক হয়ে উঠবে। সাউথইস্ট ব্যাংকের এ ধরনের উদ্যোগ আগামী প্রজন্মের আর্থিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.