প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ১০:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ১২:৩৪ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে আসন্ন দূর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসন্ন দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর ) শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বিকেল সাড়ে ৩ টায় শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম সেবা।
এসময় শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.ইসলাম উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান,সাবেক সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী, উপজেলা বিএনপি'র আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী,যুগ্ম সম্পাদক তুহিন চৌধুরী,উপজেলা জামায়েত ইসলামের সেক্রেটারি কামরুল ইসলাম,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন,সাবেক পৌর কাউন্সিলর মীর এম এ সালাম, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রীতম দাস,খেলাফত মজলিস উপজেলা সভাপতি মো.মোজাহিদুল ইসলাম,পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য পলাশ দাস,পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি অজয় কুমার দেব,পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুমন রায়,উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাস,পৌর আহ্বায়ক প্রণব বৈদ্য,সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন প্রমুখ ও বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার পুজা মন্ডবের সভাপতি, সম্পাদকসহ রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য; এ বছর শ্রীমঙ্গল উপজেলায় ১৭০টি পূজা মন্ডপে পূজা উদযাপন অনুষ্ঠিত করা হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.