ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় বেপরোয়া গতির মারসা পরিবহনের চাপায় জাগির হোসেন (২৬) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর কাজী ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাগির হোসেন উপজেলার চুনতি ইউনিয়নের ৪নং ওয়ার্ড কালু সিকদার পাড়ার বাসিন্দা আবুল ফজল প্রকাশ (ভোলা মিয়ার) পুত্র। জানা যায়, নিহত জাকির হোসেন ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত বনপুকুর এলাকায় গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজারগামী দ্রুতগতির মারসা পরিবহনের একটি বাস লেগুনা গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে খাদে পড়ে যায়। এতে জাগির হোসেন নামের ওই পথচারী গাড়ির সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যান। এ সময় গাড়িটির নিচে চাপা পড়ে মারা জান তিনি। পরে দীর্ঘ দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বাসটি সরিয়ে বাসের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এদিকে দুর্ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি কাজি ফার্মের সামনে বিক্ষোভ করে স্থানীয়রা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে সড়কের উভয় পাশে প্রায় ৪ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।
নিহতের ভাই ফরহাদ হোসেন বলেন, ‘আমার ভাই নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে মসজিদে যাচ্ছিল। যাওয়ার পথে মারশা পরিবহনের ধাক্কায় তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে মারশা পরিবহন ও লেগুনা গাড়িটি জব্দ করা হলেও ঘাতক চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.