উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিতবএ প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম বলেন, কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে ১১২ টি মণ্ডপে পালিত হবে দুর্গোৎসব সনাতনী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে লোহাগাড়ায়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সাইফুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া জোনের কমান্ডার মেজর আহসানুল করিম রাঈম, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুর রহমান আরিফ,লোহাগাড়া উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, লোহাগাড়া উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সেতু ভূষণ দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাহিদ আহমেদ জাকির, কলাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খোরশেদুল আলম ভুট্টো, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মিহির সরকার, লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজু ধর (রাজ) সিঃ সহ-সভাপতি প্রিয়োতোষ চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন কান্তি নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক রনি দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন সুশীল, অর্থ সম্পাদক লিটন সুশীল, সাংগঠনিক সম্পাদক রতন দাশ (মুন্না) সহ সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ নাথ, সহ সাধারণ সম্পাদক বিটন দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব দাশ, সদস্য শান্ত ধর সদস্য একান্ত দাশ প্রমুখ, ও উপজেলার সব ইউনিয়ন এর ১১২টি পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন,কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে এবার ১১২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন,বাংলাদেশ সেনাবাহিনী,থানা পুলিশ, আনসার বাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষনিক পূজা মণ্ডপ এলাকায় টহল জোরদার রাখবে। পূজামণ্ডপে কোন ধরণের ডি.জে গান বাজানো নিষিদ্ধ । মণ্ডপে চণ্ডীপাঠ,ভজনসংগীত ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করতে হবে। উস্কানিক মুলক বক্তব্য ও রাজনৈতিক আলাপ করা যাবেনা। যারা উস্কানীমূলক বক্তব্য ও গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হইবে। পূজামণ্ডপ এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, পূজামণ্ডপে নারী-পুরুষের জন্য আলাদা প্রবেশপথ ব্যবস্থা করা,আযান ও নামাজের সময় মাইক বন্ধ রাখা,পূজা চলাকালীন পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা সার্বক্ষনিক জেনারেটরের ব্যবস্থা কানেক্টেড থাকা এবং বিজয়া দশমীর দিন বিকেল ৫ টার মধ্যে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করার জন্য সকল পূজার্থীদের নির্দেশ দেয়া হয়।