প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৫, ৩:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ
বড়লেখা সীমান্তে ১২ রোহিঙ্গা নাগরিককে ঠেলে দিলো বিএসএফ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে আবারও রোহিঙ্গা পুশইনের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ জন রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে অবৈধভাবে পুশইন করে।
বিজিবি’র টহলদল তাদের সীমান্তের ভেতরে বাতামোড়ল পানপুঞ্জি এলাকা থেকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৫ জন শিশু বাচ্চা।
বিজিবি সূত্রের বরাতে জানা গেছে, তারা সবাই মিয়ানমারের নাগরিক এবং বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারত প্রবেশ করেছিলেন। সম্প্রতি ভারতের বিভিন্ন জায়গায় আটক হওয়ার পর, তাদের বিএসএফ বাহীনি বাংলাদেশে পাঠিয়ে দেয়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, ‘ভারত থেকে ১২ রোহিঙ্গাকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা হলে বিজিবি'র টহলদল দ্রুত তাদের উদ্ধার করে। বর্তমানে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বড়লেখা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.