প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৫, ৩:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ
সিলেটে নির্বিঘ্নে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে এসএমপির সমন্বয় সভা অনুষ্ঠিত

উৎফল বড়ুয়া, সিলেট:
সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এর সভাপতিত্বে শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে সমন্বয় সভা ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পুলিশ কমিশনার সবাইকে স্বাগত জানান। সাবার জন্য ফ্লোর ওপেন করে খোলামনে বিভিন্ন সমস্যা এবং কি ধরণের পুলিশি সহযোগিতা প্রয়োজন সেগুলো উপস্থাপন করতে বলেন।পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ,মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
পুলিশ কমিশনার উনার বক্তব্যে বলেন, শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে যাতে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। পূজা উপলক্ষে মেলা বসানোর ক্ষেত্রে আমরা সাধারণভাবে নিরুৎসাহিত করছি, কারণ অনেক সময় মেলা কেন্দ্র করে জুয়ার আসর এবং অন্যান্য অপ্রত্যাশিত ঘটনা ঘটে। পূজার নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করতে যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে তাদের পরিচয় জানার জন্য হাতে একটি আর্মড বেন্ড পরিধান করবেন। আইনশৃঙ্খলা তদারকির জন্য পুলিশের পক্ষ থেকে একটি ওয়াটস্যাপ গ্রুপ চালু করা হবে। এছাড়াও, আইনশৃঙ্খলা রক্ষায় আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, প্রথমবারের মতো আমরা একটি হটলাইন নম্বর চালু করব, যার মাধ্যমে একসাথে অনেক মানুষ জরুরি সেবা পাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম নিরাপত্তা নিশ্চিত করতে, পুলিশের সাইবার টিম সোশ্যাল মিডিয়া মনিটরিং অব্যাহত রাখবে। যানজট নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। এছাড়াও, বিসর্জন অনুষ্ঠান সন্ধ্যা সাতটার মধ্যে শেষ করার জন্য আহবান জানান। তিনি আরও বলেন, সিলেট একটি সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। আমাদের লক্ষ্য হলো সব ধর্মের মানুষের জন্য নিরাপত্তা ও সহনশীল পরিবেশ নিশ্চিত করা। যারা ট্রাফিক আইন মেনে হেলমেটসহ মোটরসাইকেল আরোহী করেন পুলিশের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করা হচ্ছে। জনতার পুলিশ হতে আমরা নাগরিকদের সর্বাত্মক সহায়তা প্রদান করব।
এসময় এসএমপির বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ,পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পুজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.