Sharing is caring!
মনিরুজ্জামান লেবু নীলফামারীর প্রতিনিধিঃ
জাতীয় পার্টিকে সুসংগঠিত করাসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে পার্টির চেয়ারম্যান জিএম কাদের’র হাতকে শক্তিশালী করার লক্ষে নীলফামারীতে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) শেষ বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় দবীরুল হুদাকে আহবায়ক ও অধ্যাপক মমিনুল ইসলাম মন্জু কে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট জলঢাকা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি অনুমোদন করেন,পার্টির চেয়ারম্যান জিএম কাদের’র উপদেষ্টা ও নীলফামারী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ।
এসময় জেলা শ্রমিক পার্টির সভাপতি বজলার রহমান,জাতীয় যুব সংহতির সভাপতি সামুন,জাতীয় মহিলা পার্টির নেতৃবৃন্দ সহ বিভিন্ন উপজেলার জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ জলঢাকা আসনে তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে, উপজেলার গোলমুন্ডা ইউনিয়ন চৌধুরী পরিবারের কৃতি সন্তান,বিশিষ্ট শিল্পপতি,রোহান চৌধুরীকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা করেন জেলা জাতীয় পার্টি।