জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীতে নির্বাচনসহ ৫দফা গণদাবীতে চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাশাবি রেস্টোরেন্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বটতলী মোটর স্টেশনস্থ চৌধুরী প্লাজা এলাকায় পদক্ষিণ করে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর অধ্যাপক মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর অধ্যাপক ড. হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান।
লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আ.ন.ম নোমানের সঞ্চালনায় মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা নুর হোসাইন।
সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া শাখার সভাপতি মাস্টার আবদুস সালাম, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সম্মানিত সহ-সেক্রেটারি অধ্যাপক জালাল আহমেদ, চুনতি ইউনিয়ন জামায়াতে আমীর সলিম উল্যাহ, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মোহাম্মদ হাছান,চরম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা শমশুল ইসলাম হেলালী, লোহাগাড়া সদর ইউনিয়নের আমির মহি উদ্দিন, বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতে আমীর মৌলানা জসিম উদ্দিন, কলাউজান ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর ডাঃ সিদ্দিক আহমেদ, পদুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আকম হামিদুল হক, পুটিবিলা ইউনিয়ন জামায়াতে আমির মাওলানা নাজিম উদ্দিন, আধুনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির আবদুল কাদের, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মনির আহমদ,দক্ষিণ জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আসিফ উল্যাহ আরমানসহ উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ, যুব বিভাগের নেতৃবৃন্দ ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আমরা কোরআনের শাসনের বাংলাদেশ গড়তে চাই। এদেশে পিআর পদ্ধতি নির্বাচন হলে কোন অন্যায় ও জুলুম থাকবেনা। বাংলাদেশের টাকা বিদেশে প্রভুরা লুন্ঠন করে গেছে। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বক্তারা আরও বলেন, আমাদের দাবি জনগণের দাবী, আমাদের দাবী স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দাবী। আমরা শোষনমুক্ত ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাই। গণহত্যা, জুলুম নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। জামায়াতে ইসলামী ৫দফা আন্দোলনের ঘোষণা দিয়েছে, পিআর পদ্ধতিতে সুন্দর নির্বাচন উপহার দিতে হবে। যেন তেন ভাবে ক্ষমতায় যেতে দেওয়া হবেনা। প্রয়োজনে আরেকটি বিপ্লব সংগঠিত হবে, আমাদের দেশটাকে স্বৈরাচারমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।