প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ৭:২১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ণ
শায়েস্তাগঞ্জে ট্রেনে অশালীন আচরণে হিজরা আটক, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জয়েন্তিকা এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগে হিজরা পুজা দাসকে আটক করেছে রেলওয়ে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় তাকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
গত রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রামের সন্দীপ উপজেলার বাসিন্দা পুজা দাস ট্রেনে যাত্রীদের সাথে অশোভন আচরণ করলে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। এসময় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শায়েস্তাগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের পিপিএম এসআই মোঃ মনিরুজ্জামান বলেন, “যাত্রীদের অভিযোগের ভিত্তিতে হিজরা পুজা দাসকে আটক করা হয়। আদালত তাকে অর্থদণ্ড প্রদান করেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.