প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ৬:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৫, ৬:৪০ পূর্বাহ্ণ
কোম্পানীগঞ্জে মাদক ও সাদা পাথর চোরাচালানবিরোধী অভিযানে কঠোর অবস্থানে: ওসি রতন শেখ

উৎফল বড়ুয়া, সিলেট:
সিলেটের কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএম দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক ও চোরাকারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তার নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ইতিমধ্যেই বহু চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয়রা জানান, একজন সৎ ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা হিসেবে ওসি রতন শেখ,পিপিএম দায়িত্ব নেওয়ার পর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিশেষ করে কোম্পানীগঞ্জের সাদা পাথর রক্ষায় তার ভূমিকা প্রশংসিত হচ্ছে। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এই এলাকায় সাদা পাথর চোরাচালান একটি বড় সমস্যা হলেও তার কঠোর পদক্ষেপে পরিস্থিতির উন্নতি হচ্ছে।
ওসি রতন শেখ, পিপিএম বলেন, আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করছি। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে পাশে নিয়েই কাজ করছি। বিভ্রান্তিকর ও ভিত্তিহীন প্রচারণায় আমি নিরুৎসাহিত নই। আমার একমাত্র লক্ষ্য-কোম্পানীগঞ্জকে মাদক, চোরাচালান ও সাদা পাথর চুরি-চোরাচালানমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও চোরাচালান বিরোধী কর্মকাণ্ড দমনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
সচেতন মহল মনে করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের মাধ্যমে একটি অসাধু চক্র জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে জনগণের আস্থা ও পুলিশের আন্তরিক প্রচেষ্টায় কোম্পানীগঞ্জকে শান্তিপূর্ণ এলাকায় রূপান্তর করা সম্ভব হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.