প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৫, ৮:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৫, ৮:১৫ অপরাহ্ণ
বাঘায় ক্যানেল সাঁতরায়ে পদ্মায় যাচ্ছিলেন মাছ ধরতে, ডুবে নিখোঁজ এর ৬ঘন্টার পর উদ্ধার করলো ডুবুরি দল

দোয়েল, বাঘা,রাজশাহী, প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় সাঁতরায়ে পদ্মার শাখা নদী পার হয়ে মূল পদ্মা নদীতে মাছ ধরতে যাওয়ার পথে ডুবে নিখোঁজ হন আমিরুল ইসলাম (৫০)। ৬ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর’২৫) দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে বাঘা ফায়ার সার্ভিসের নের্তৃত্বে ১ নম্বর আই বাঁেধর সামনের পদ্মার শাখা নদী থেকে স্থানীয়দের সহায়তায় রাজশাহীর ডুবুরি দলের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।
নিহত আমিরুল ইসলাম উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গাবতলী এলাকার মৃত আলীমুদ্দীনের বড় ছেলে। তার স্ত্রীসহ ১ছেলে ও ২ দুটি কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য (সাবেক) ও গ্রামের বাসিন্দা সহিদুল মাষ্টার জানান, গত শনিবার (৪ অক্টোবর’২৫) আমিরুল ইসলামসহ কয়েকজন সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা নদীতে মাছ ধরতে যান। মূল পদ্মায় যাওয়ার জন্য সাঁতরায়ে পদ্মার শাখা নদী (ক্যানেল) পার হচ্ছিলেন। মাঝপথে স্রোতে পড়ে আমিরুল আর যেতে পারেননি। পরে ডুবে যান।
তার স্ত্রী নাজমা বেগম জানান, পেশাগত শ্রমিকের কাজ না থাকায় শখের বসে মাছ ধরতে যান। এতে জীবিকা নির্বাহসহ মাছ খাওয়া হয়। আমিরুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এখন কিভাবে চলবো?’
বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম চৌধুরি বলেন, ‘নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই আ:মরা সহ রাজশাহীর ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছিলাম। দুপুর আনুমানিক সাড়ে ৩টায় তার মরদেহ উদ্ধার করা হয়। সেখানে নৌ পুলিশ, থানা পুলিশও ছিলেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আফম আছাদুজ্জামান বলেন,কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.