ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রাম দক্ষিণ জেলার জনপ্রিয় সংগঠন একঝাঁক উদার, নিবেদিত, রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের নিয়ে গঠিত লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে, সৌদি আরব মক্কা প্রবাসী, সংগঠনের গ্রধান উদ্যোক্তা ও সমন্বয়ক ফয়েজ চৌধুরীর নির্দেশনায় ০৯টি ইউনিয়ন এর ৮১টি ওয়ার্ড থেকে সুবিধা বঞ্চিত ০৯টি পরিবারকে সেলাইমেশিন, ১১টি পরিবারকে ঢেউটিন, ১৩টি পরিবারকে চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ সহায়তা সহ সর্বমোট ৩৩টি পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়। সহায়তা পাওয়া ইউনিয়ন গুলি হচ্ছে, পদুয়া, আমিরাবাদ, পুটিবিলা, লোহাগাড়া সদর, চুনতি, কলাউজান, আধুনগর, চরম্বা।
শনিবার (৪ অক্টোবর) উপজেলার ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রয় স্টেডিয়াম হল রুমে আয়োজিত এ প্রোগ্রামে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহফুজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাইফুল ইসলাম ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ওসি তদন্ত রবিউল আলম চৌধুরী।
সংগঠনটির কলাউজান ইউনিয়ন প্রতিনিধি মোহাম্মদ সেলিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,সংগঠনটির উপদেষ্টা আলহাজ্ব গোলাম রসুল কমরী ও মুন্সী ফরিদ উদ্দিন চৌধুরী। এসময় আরও বক্তব্য রাখেন, সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক তৌসিফ রেজা চৌধুরী, দুবাই শাখার সভাপতি মুহাম্মদ এরশাদ হোসাইন, সৌদি আরব মদিনা শাখার সভাপতি মুহাম্মদ মামুন, ফোজুল আজিম চৌধুরী বাহাদুর, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইলসহ কেন্দ্রীয় কমিটি ও ইউনিয়ন প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.