নিজস্ব প্রতিবেদকঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ (২৪ ডেলিভারি সেন্টার) প্রাঙ্গণে সোমবার (৬ অক্টোবর) রাত পোনে ১২টার দিকে বিরল প্রজাতির নাইটকুইন ফুল একসঙ্গে আটটি ফুটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রী লক্ষীপূজার শুভক্ষণে এই ফুলগুলো প্রস্ফুটিত হয়। নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্টু বনিক এবং পরিবার পরিকল্পনা পরিদর্শিকা শিখা বনিক দম্পতির উদ্যোগে পরিচর্যা করা গাছে ফুলগুলো ফোটে।
নাইটকুইন ফুলকে স্থানীয়ভাবে ‘ব্রহ্মকমল’ নামেও ডাকা হয়। সাধারণত গভীর রাতে এটি ফুটে এবং ভোরের আলো ফোটার আগেই ম্লান হয়ে যায়। বিরল প্রস্ফুটনের এই ঘটনা প্রত্যক্ষ করতে এলাকার অনেকেই স্বাস্থ্যকেন্দ্রে ভিড় জমান।
গ্রামবাসীর ভাষ্য, শুভক্ষণে একসঙ্গে এতগুলো নাইটকুইন ফোটা সত্যিই আনন্দের বিষয় এবং এটি বিরল এক দৃশ্য।