প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৩, ২০২৫, ১০:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৫, ৬:০০ পূর্বাহ্ণ
আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্তি ও ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত করণের দাবিতে সিলেটে মিছিল সমাবেশ

উৎফল বড়ুয়া, সিলেট:
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার উদ্যোগ অবিলম্বে শহিদুল আলমের মুক্তির দাবিতে শুক্রবার (১০অক্টোবর) বিকাল ৪টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
নগর শাখার সভাপতি সুমিত কান্তি দাশ পিনাক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বুশরা সুহেল এর পরিচালনা অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক ও বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, নগর শাখার সহ-সভাপতি দোয়েল রায় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,"গাজা অভিমুখী নৌবহর ”গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'র ৪২টি নৌযান থেকে ৪৭৯ জনকে গ্রেফতার ইসরায়েল তাদের মধ্যে অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ ও ছিলেন। তাকে গ্রেফতারের পর নির্মম নির্যাতন করে ইসরায়েলী বাহিনী। আমরা তার নিন্দা জানিয়েছিলাম। তবে কিছুদিন আগে এরমধ্যে ১৭১ জনকে মুক্তি দেয়া হয়। আরেকটি গাজা অভিমুখী নৌবহর ফ্রিডম ফ্লোটিলা কনশেসনের ৯টি নৌবহর যায় সেখানে বাংলাদেশী আলোকচিত্রী শহিদুল আলম গ্রেফতার হয়। গাজায় এখন যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। কিন্তু শহিদুল আলমকে এখন ও মুক্তি দেয়া হয় নি।
বক্তৃারা আরও বলেন, আমরা অবিলম্বে শহিদুল আলমের মুক্তির ব্যাপারে বাংলাদেশ সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহনের দাবি জানাই। একই সাথে শুধু যুদ্ধ বিরতি নয় বরং ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিতের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জরুরি। ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম কোন ধর্মযুদ্ধ নয়, বরং সাম্রাজ্যবাদী আগ্রাশনের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের লড়াই। এ লড়াতে সকলের অংশগ্রহণ দেশে দেশে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনকে বিকশিত করবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.