প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৩:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৪:৪২ অপরাহ্ণ
সুনামগঞ্জে এফআইভিডিবি’র স্মার্ট প্রকল্পের অবহিতকরণ

মোঃ ওবায়দুল হক মিলন সুনামগঞ্জ:
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ও এফআইভিডিবি'র সহযোগিতায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় হাঁস খামারিদের নিয়ে স্মার্ট প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবি'র ট্রেনিং সেন্টারে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সভায় এফআইভিডিবি'র রিজিওনাল ম্যানেজার মো. সালাহ উদ্দিন'র সভাপতিত্বে, স্মার্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার কৃষিবিদ মো. মারুফ হাসান'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা' ডা. মো. রফিকুল ইসলাম।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. মো. সেলিম রেজা, এফআইভিডিবি'র স্মার্ট প্রোজেক্ট ম্যানেজার জহির উদ্দিন মোহাম্মদ ফিরোজ, হাওর ও নদী রক্ষা আন্দোলনের যুগ্ম আহবায়ক মোঃ ওবায়দুল হক মিলন।
কর্মশালায় জেলায় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম স্মার্ট প্রকল্পে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
হাওর ও নদী রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ ওবায়দুল হক মিলন বলেন হাওরে হাস পালন বিকল্প কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, হাওরে যেমন সমস্যা, চ্যালেঞ্চ আছে তেমনি সম্ভাবনা প্রচুর, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, পাশাপাশি খামার হতে হবে পরিবেশ বান্ধব, যাহাতে নিয়ম মেনে পরিবেশের ক্ষতি না করে খামারিরা লাভবান হতে পারেন। তার জন্য স্মার্ট প্রকল্প বিশেষ সহায়ক হিসেবে কাজ করবে বলে মনে করেন।
অবহিতকরণ কর্মশালা বিষয়ে জানতে চাইলে স্মার্ট প্রকল্পের প্রোজেক্ট ম্যানেজ জহির উদ্দিন মোহাম্মদ ফিরোজ জানান, স্মার্ট প্রকল্পের মাধ্যমে হাঁস খামারীদের মাঝে সচেতনতা সৃষ্টি ও RECP এর মাধ্যমে নতুন প্রযুক্তির সফল সম্প্রসারণ সম্ভব হচ্ছে।শান্তিগঞ্জ, দিরাই ও বিশ্বম্ভরপুর উপজেলায় হাঁস পালনে নতুন দাঁড় উন্মোচিত হচ্ছে।খামারীদের মাঝে নিউ টেকনোলজি বেইজড এমন অসাধারণ উদ্যোগ নেয়ার জন্য পিকেএসএফ ও এফ,আই,ভিডিবি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।
স্মার্ট প্রকল্পে খামারীদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করা সহ পরিবেশ বান্ধব হাঁসের খামার বানিয়ে দেয়া হয়। উক্ত কর্মশালায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে দুইজন খামারীকে স্মার্ট প্রকল্প থেকে অনুদানের চেক প্রদান করা হয়। হাঁস খামারীদের মাঝে পরিবেশ বান্ধব নতুন প্রযুক্তির সম্প্রসারণ করা ও নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে খামারীদের জীবনমান উন্নয়ন করাই স্মার্ট প্রকল্পের উদ্দেশ্য।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.