প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ৬:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৫, ৫:৫২ পূর্বাহ্ণ
বাঘায় শিক্ষকদের-কর্মচারীদের তিন দফা দাবি আদায়ে মানবন্ধন,

দোয়েল, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ৭৫% উৎসব ভাতা আদায় ও আন্দোলনরত শিক্ষকদের উপর নির্যাতনের বিরুদ্ধে বাঘা উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে মানববন্ধন করেছেন বেসরকারী শিক্ষক-কর্মচারিরা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক কর্মচারি অংশগ্রহণ করেন।
উপজেলার বাউসা ভোকেশনাল ইন্সষ্টিটিউট অ্যান্ড বিএম কলেজের সুপারিনটেনন্ডেট রেজাউল করিমের সভাপতিত্বে ও দাদপুর- গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানবনন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অধ্যক্ষ রেজাউল করিম, জহুরুল ইসলাম ,প্রভাষক আকবর আলী, ইদ্রিস আলী,প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ প্রামানিক, মোহাম্মদ আলী, হাসানুজ্জামান, আহসান হাবীব রোকনুজ্জামান পরিমল কুমার প্রমুখ।
ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও হামলার তীব্র নিন্দাসহ জড়িতদের জানিয়ে আইনের আওতা আনার দাবি করে বক্তারা বলেন, জনগনের ঘাম ঝরানো টাকায় কেনা এসির রুমে বসে শিক্ষক-কর্মচারিদের ব্যথা যদি নাই বোঝেন তাহলে আমরা কর্মসূচি থেকে ঘরে ফিরবোনা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে শেষ হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.