প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৫, ১১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ
সার্বিক কর্ম-মূল্যায়নে জেলায় ৩য় বারের মতো শ্রেষ্ঠ “বাঘা থানা পুরুস্কারে ভূষিত ওসিসহ আরো দুই পুলিশ অফিসার

দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
সেপ্টেম্বর/২০২৫ মাসের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভায় থানার সার্বিক কর্ম-মূল্যায়নে রাজশাহী জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে ৩য় বারের মতো "বাঘা থানা", নির্বাচিত হওয়ায় " টীম বাঘা" এর সকল অফিসার ও ফোর্সের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছেন বাঘা থানার অফিসার ইনচার্জ আফম আছাদুজ্জামান।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে সম্মাননা ক্রেস্ট ও আর্থিক পুরষ্কার প্রদান করা হয়েছে।
তিনি জানান, ডিআইজি, রাজশাহী ও এসপি, রাজশাহী দ্বয়ের পক্ষ থেকে "অস্ত্র ও গুলি" উদ্ধারে নেতৃত্বদানের জন্য বিশেষ সম্মাননা হিসেবে অফিসার ইনচার্জকে আর্থিক পুরষ্কার, রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার হিসেবে বাঘা থানার এসআই(নিঃ)/ মোজাম্মেল হককে ডিআইজি সম্মাননা ক্রেস্ট ও আর্থিক পুরষ্কার এবং রেঞ্জের ও জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে বরাবরের মতো
এবারেও বাঘা থানার এএসআই (নিঃ)/ আব্দুল মালেক কে আর্থিক পুরষ্কার প্রদান করা হয়।
পেশাগত উন্নতির এই ধারাবাহিকতা যেন আগামী দিনগুলিতেও বজায় থাকে, সেজন্য " বাঘা থানার টীমসহ" সকলের সহযোগিতা কামনা করেছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.