
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নগরীর কুমারপাড়াস্থ এসএমসিসিআই এর ক্রয়কৃত ভূমিতে ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সভাপতি খায়রুল হোসেন, প্রতিষ্ঠাতা ১ম সহ-সভাপতি হাসিন আহমদ, ১ম সহ-সভাপতি মো. ফেরদৌস আলম, সহ-সভাপতি আলীমুছ ছাদাত চৌধুরী, প্রতিষ্টাতা পরিচালক জিয়াউল গণী আরিফীন, কোষাধ্যক্ষ মো. জহির হোসেন, পরিচালক তোফায়েল আহমদ লিমন, রাজিব ভৌমিক, মো. মাহবুবুর রহমান, মো. আব্দুল মতিন, আব্দুল্লাহ আল-হারুন, মোহাম্মদ আব্দুল্লাহ, মো. কাপ্তান হোসেন, মোহাম্মদ আনিস, প্রাক্তণ পরিচালক অজয় কুমার ধর, সদস্য আব্দুল আহাদ চৌধুরী শামীম, সুব্রত ধর, মো. আব্দুল মুমিন, ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান আকাশ, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, এসএমসিসিআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী এসএমসিসিআই এর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। মেট্রোপলিটন চেম্বার ভবনে আনুষ্টানিক উদ্বোধনের সময় সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেন, নিজস্ব ক্রয়কৃত ভূমিতে মেট্রোপলিটন চেম্বার ভবন নির্মান হচ্ছে এটা চেম্বারের জন্য একটা বড় অর্জন। তিনি চেম্বারের পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান। সিলেটের বিভাগীয় কমিশনার মেট্রোপলিটন চেম্বার ভবনের চমৎকার নকশা দেখে প্রসংশা করেন। মেট্রোপলিটন চেম্বার ভবনে আধুনিক সকল সুযোগ সুবিধা রাখার আহবান জানান এবং সফলভাবে ভবনের কাজের পরিসমাপ্তি কামনা করেন। এসময় এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল গণী, রাসেল আহমদ, মিদহাত আব্দুজ জাহির মিশু, মো. আক্তার হোসেন, বাদশা মিয়া, মসরুদ মিয়া, মাচুম আহমদ, মস্তাক মিয়া, মো. রফিক, সেলিম মিয়া, সালাম আহমদ প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন কুমারপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাদী ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.