প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৫, ৬:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ১২:০৯ অপরাহ্ণ
লোহাগাড়া যুবদল নেতা মুসলিম উদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি সম্পন্ন

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের (৪৭তম) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লোহাগাড়ায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে যুবদল নেতা মুসলিম উদ্দিন।
মঙ্গলবার (২৮ই অক্টোবর) বিকেল ৪ঘটিকার দিকে আয়োজিত এ বর্ণাঢ্য র্যালির আমিরাবাদ ইউনিয়ন পরিষদে অবস্থা করে গণ জমায়েত এর মধ্য দিয়ে মিছিল শুরু হয় পরে লোহাগাড়া সদর পুরান থানা মোড়ে শেষ হয়৷
আয়োজিত এ বর্ণাঢ্য মিছিলে দলীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে বলেন, লোহাগাড়ার মাটি বিএনপির ঘাটি, লোহাগাড়ার মাটি যুবদলের ঘাটি, লোহাগাড়ার মাটি মুসলিমের ঘাটি, লোহাগাড়ার মার্কা ধানের শীর্ষের মার্কা।
সাবেক যুগ্ম আহ্বায়ক যুবদল নেতা মুসলিম উদ্দিন বলেন, যুবদল এই দেশের গণতন্ত্র রক্ষার লড়াইয়ে অগ্রভাগে আছে। প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি আমাদের ঐক্য, উদ্দীপনা ও অঙ্গীকারের প্রতীক। এবারে নির্বাচনে লোহাগাড়া বিএনপি যুবদল ছায়া হিসাবে পাশে থাকবে।
তিনি আরও জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে র্যালি সম্পন্ন করা জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। লোহাগাড়ার তরুণদের অংশগ্রহণে এ আয়োজন হবে এক প্রাণবন্ত মিলনমেলা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.