প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৫, ২:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ১২:১২ অপরাহ্ণ
নাগরপুরে ঐতিহ্যবাহী চৌধুরীবাড়ী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা

এম.এ.মান্নান, নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী চৌধুরীবাড়ী দুই ঘাটলা পুকুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় নাগরপুর নজরুল সেনার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নজরুল সেনা সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান খান লিটন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান সোহেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী মোঃ খন্দকার নুরুল মোমেন কায়েস (কোমল)।
বিশেষ অতিথি ছিলেন নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান (আনিস) এবং শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কেতাব আলী।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরাফাত মোহাম্মদ
নোমান বলেন,“খেলাধুলা শুধু আনন্দই নয়, তরুণদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং সুস্থ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে সহায়তা করে। প্রশাসন সবসময় ইতিবাচক ক্রীড়া আয়োজনের পাশে আছে এবং থাকবে।”প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চৌধুরীবাড়ী পুকুরপাড়ে ছিল উপচে পড়া দর্শনার্থীদের ভিড়।
আয়োজকরা জানান, খেলাধুলার চর্চা বাড়াতে ও স্থানীয় প্রতিভাবান সাঁতারুদের সামনে তুলে ধরতে প্রতিবছরই এ আয়োজন অব্যাহত থাকবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.