আজ সোমবার, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গল-সিলেট রুটে যাত্রা শুরু করল ‘বিসমিল্লাহ এস.এম.এস এক্সপ্রেস’ নন-স্টপ বাস সার্ভিস

editor
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫, ১২:২১ অপরাহ্ণ
শ্রীমঙ্গল-সিলেট রুটে যাত্রা শুরু করল ‘বিসমিল্লাহ এস.এম.এস এক্সপ্রেস’ নন-স্টপ বাস সার্ভিস

Sharing is caring!

Manual1 Ad Code
তাপস দাশ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে শ্রীমঙ্গল থেকে সিলেট রুটে আনুষ্ঠানিকভাবে চালু হলো নতুন নন-স্টপ বাস সার্ভিস ‘বিসমিল্লাহ এস.এম.এস এক্সপ্রেস’। শনিবার (১ নভেম্বর) থেকে নিয়মিত যাত্রী পরিবহন শুরু করেছে এই সার্ভিস।

শ্রীমঙ্গল কাউন্টার সুপারভাইজার মো. আলী জানান, প্রতিদিন শ্রীমঙ্গল ও সিলেট থেকে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ২০ মিনিট অন্তর একটি করে বাস ছাড়বে। এই রুটে প্রতিদিন মোট ৫৫টি গাড়ি চলাচল করবে।

Manual3 Ad Code

মৌলভীবাজার জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ম্যানেজার মো. ফজলু আহমেদ বলেন, “যাত্রীদের সময় ও আরামের কথা ভেবে আমরা সার্ভিসটিকে সম্পূর্ণ নন-স্টপভাবে চালু করেছি। নিরাপদ, আরামদায়ক এবং সময়নিষ্ঠ ভ্রমণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।” তিনি আরও জানান, প্রতিটি বাস মৌলভীবাজার ও শেরপুরে মাত্র ১০ মিনিট করে যাত্রাবিরতি দেবে।

Manual6 Ad Code

নন-এসি ভাড়ার তালিকা অনুযায়ী,
শ্রীমঙ্গল থেকে সিলেট ১৭০ টাকা,
শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার ৪০ টাকা,
মৌলভীবাজার থেকে শেরপুর ৫০ টাকা,
এবং শেরপুর থেকে সিলেট ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Manual7 Ad Code

আগামী ৮ নভেম্বর থেকে এই রুটে এসি সার্ভিসও চালু হচ্ছে। এসি ভাড়া হবে:
শ্রীমঙ্গল-সিলেট ২৩০ টাকা,
শ্রীমঙ্গল-মৌলভীবাজার ৬০ টাকা,
মৌলভীবাজার-শেরপুর ৭০ টাকা,
এবং শেরপুর-সিলেট ১০০ টাকা।

Manual5 Ad Code

শ্রীমঙ্গলে বাস কাউন্টারটি অবস্থিত র‌্যাব অফিসের সামনে।
যোগাযোগ:
সুপারভাইজার মো. আলী – ০১৮৮৫-৭৭৪৮৮৬
ম্যানেজার মো. ফজলু আহমেদ – ০১৭১১-৪১৯৭৯৫

এই নতুন সার্ভিসের মাধ্যমে শ্রীমঙ্গল-সিলেট মহাসড়কে যাত্রীসেবা আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয় যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

Manual1 Ad Code
Manual6 Ad Code