নীলফামারীর জলঢাকায় এসএসসি/৯৫ ব্যাচ বন্ধুদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন 'বন্ধু মহল' ফাউন্ডেশন এর উদ্যোগে এ অঞ্চলের অসহায় দুস্থ্য পরিবারের ১৫০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সারাদিন ব্যাপী জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে রংপুর চক্ষু হাসপাতালের সার্বিক তত্ত্বাবধায়নে বিনামূল্যে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন।
এসময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, ফাউন্ডেশন'র পরিচালনা পর্যদ চেয়ারম্যান মনিরুজ্জামান লাবলু,
ব্যবস্থাপনা পরিচালক শাহীদুজ্জামান শাহিদ, ব্যবস্থাপনা কমিটির সভাপতি তাজুল ইসলাম,
সাধারণ সম্পাদক শামিম নেওয়াজ,সাংগাঠনিক সম্পাদক মনিরুজ্জামান লেবু (সাংবাদিক), তথ্য ও সম্প্রচার বিষয়ক সম্পাদক মোশফেকুর রহমান মিজু,কৃষি বিষয়ক সম্পাদক সোলায়মান গনি স্টালিন, বন্ধু আনোয়ারুল ইসলাম,জাহিদুল ইসলাম,জাহেনুর ইসলাম জিবন,কামরুল ইসলাম,
মাহফুজার রহমান বেলালসহ অনেকে।
এছাড়াও রংপুর চক্ষু হাসপাতালের ম্যানেজার আসাদুজ্জামান আসাদ, ডাঃ নাহিদ আহসান ও সাইফুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
চক্ষু শিবির অনুষ্ঠানে উপজেলার ১৫০ জন রোগী অংশ নিলে তাদের মধ্যে ৩০ জনকে তাদের চোখের ছানি অপারেশন করার জন্য রংপুর চক্ষু হাসপাতালে নেওয়া হয়।