প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৭:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ
সিলেটের আলী আমজদের ঘড়িঘরের সামনে উন্মোচিত হলো বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজ ট্রফি

উৎফল বড়ুয়া , সিলেট:
সুরমা নদীর তীরে বিকেলের আলোয় ঝলমল করছিল ঐতিহাসিক আলী আমজদের ঘড়িঘর। তার পাদদেশে দাঁড়িয়ে আজ যেন ইতিহাসের সাক্ষী হলো নতুন এক মুহূর্ত-বাংলাদেশ ও আয়ারল্যান্ডের আসন্ন টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন।
রোববার (১০ নভেম্বর) সিলেট নগরের ক্বিন ব্রিজের পাশে, ১৫১ বছর পুরনো এই ঘড়িঘরের সামনে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আয়ারল্যান্ডের অধিনায়ক এন্ড্রু বালবার্নি। তাঁদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এবং সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম।
এই আয়োজনের মধ্য দিয়ে বিসিবি শুধু দুই দলের লড়াইয়ের প্রতীকই তুলে ধরেনি, বরং ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ক্রিকেটের এক সেতুবন্ধও তৈরি করেছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের উদ্যোগের উদ্দেশ্য হলো খেলাধুলাকে দেশের সংস্কৃতি ও পর্যটনের সঙ্গে যুক্ত করা-যাতে স্থানীয় মানুষের আগ্রহ বাড়ে এবং ক্রিকেট হয়ে ওঠে সামাজিক সম্পৃক্ততার মাধ্যম।
১৮৭৪ সালে নির্মিত আলী আমজদের ঘড়িঘর সিলেটের প্রতীকী স্থাপনা। সিলেটের কুলাউড়ার পৃত্থিমপাশার জমিদার আলী আহমদ খান তাঁর ছেলে আলী আমজদের স্মরণে এটি নির্মাণ করেছিলেন। লোহার খুঁটির ওপর ঢেউটিনের গম্বুজাকৃতির নকশায় গড়া এই স্থাপনা সিলেটের ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। ঘড়ির ব্যাসার্ধ আড়াই ফুট, কাঁটার দৈর্ঘ্য দুই ফুট—তবুও সময়ের হিসাব শুধু জানায় না, সিলেটের পরিচয়ও বহন করে।
সেই ঐতিহাসিক ঘড়িঘরের সামনেই রবিবার ৯ নভেম্বর স্থাপন করা হলো টেস্ট ট্রফি-যা ক্রিকেটপ্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতা। স্থানীয় মানুষ ও পর্যটকরা ভিড় জমিয়ে এই অনন্য মুহূর্ত প্রত্যক্ষ করেন, মোবাইল ক্যামেরায় ধরে রাখেন ইতিহাসের নতুন সংযোজন।
আগামী ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম টেস্টের বল। এরপর ১৯ নভেম্বর থেকে ঢাকার মিরপুরে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজ শুরুর আগেই তাই সিলেট পেয়েছে ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রিকেটের এক অসাধারণ মিলনমেলা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.