প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ২:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৪:৪২ অপরাহ্ণ
বাঘায়” বই পাঠের আসর” এর উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
ইতিহাস, ভ্রমণকাহিনী, কিশোরগল্প, সাইন্স ফিকশন, আত্মজীবনী, কবিতা, পাঠ্যবইসহ প্রায় ২০০ প্রকার বই সমন্বয়ে রহমতউল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে " বই পাঠের আসর" এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) (যুগ্মসচিব), মোহাম্মদ হাবিবুর রহমান মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে উদ্বোধন করেন।
শিক্ষার্থীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে রাজশাহী জেলা পরিষদের সহযোগিতায় বাঘা উপজেলা প্রশাসন এর আয়োজন করে। সকাল থেকে বই পাঠের আসরে বই পড়ায় অংশ নেয় রহমতউল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থী ।
উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রেজা হাসান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী,বিদ্যালয়টির প্রধান শিক্ষক বাবুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
নির্বাহি অফিসার শাম্মী আক্তার জানান, বার্ষিক পরীক্ষা সন্নিকটে হওয়ায় আগামী জানুয়ারি’২০২৬ থেকে এ উপজেলার প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের সমন্বয়ের নিয়মিত এ পাঠ্যচক্রের আয়োজন করা হবে। এ পাঠচক্র অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নিবাহি অফিসার।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.