টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নে জামায়াতে ইসলামের উদ্যোগে দাওয়াতী জনসভা, নতুন অফিস উদ্বোধন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল থেকেই বিভিন্ন গ্রামের মানুষ জনসভাস্থলে ভিড় করতে থাকে। ব্যানার, পতাকা ও স্লোগানে পুরো ইউনিয়নে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বেলা ৩টায় বেকড়া বিশ্বেশ্বর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ আসনের জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম। সভায় সভাপতিত্ব করেন বেকড়া ইউনিয়ন জামায়াত সভাপতি মো. শামছুল হক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুব জামায়াত সভাপতি মো. আব্দুস সবুর।
দাওয়াতী জনসভায় বক্তারা এলাকার উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং স্থানীয় সমস্যা সমাধানে সরকার ও রাজনৈতিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত জনগণ বিভিন্ন স্লোগানের মাধ্যমে বক্তাদের বক্তব্যে সমর্থন জানান। মাঠজুড়ে তরুণ, প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জনসভাকে প্রাণবন্ত করে তোলে।
মাগরিব নামাজের পর বেকড়া ইউনিয়ন জামায়াতের নতুন অফিস উদ্বোধন করা হয়। আলোকসজ্জা ও সজ্জায় সজ্জিত নতুন অফিসকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর ডা. একেএম আব্দুল হামিদের নেতৃত্বে বেকড়া ইউনিয়ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় তিনি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনেকে লিফলেট হাতে নিয়ে আলোচনা করেন, কেউ ছবি তোলেন—সব মিলিয়ে পুরো বাজার ছিল উচ্ছ্বাসে ভরপুর।
গণসংযোগকালে ডা. একেএম আব্দুল হামিদ বলেন, “বেকড়া ইউনিয়নের মানুষের সহযোগিতা ও ভালোবাসা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। আমি সর্বদা মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”
দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা যুব জামায়াত সভাপতি ডা. এম. এ. মান্নান, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন, সলিমাবাদ ইউনিয়ন জামায়াত সভাপতি মো. দেলোয়ার হোসেন, উপজেলা যুব জামায়াতের ক্রীড়া সম্পাদক ব্যারিস্টার হাসনাত জামিল, বেকড়া ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মাওলানা ছামিনুর ইসলাম, সহ-সেক্রেটারি মাওলানা নূরুল আলমসহ বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী।
দিনব্যাপী আয়োজনগুলো বেকড়া ইউনিয়নে উৎসবের আমেজ তৈরি করে। ইউনিয়নের প্রতিটি পথ, দোকান ও জনসমাগমে অনুষ্ঠানটির প্রভাব স্পষ্টভাবে অনুভূত হয়। অফিস উদ্বোধন শেষে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করেন।