ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
বাড়ি ফেরা হলনা নাটোরে যুবক সাকিবুল হাসান (২৫) এর। নাটোর থেকে সাতটি মোটরসাইকেলে কক্সবাজার বেড়াতে এসেছিলেন তারা ১৩ তরুণ বাইকার। ভ্রমণ শেষে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারায় বহরের একটি মোটরসাইকেল।
রোববার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে মহাসড়কের লোহাগাড়া উপজেলা অংশের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিবুল হাসান (২৫) নাটোরের সিংড়া উপজেলার আতাউর রহমানের ছেলে। একটি ‘বাইকার গ্রুপের’ সঙ্গে তিনি নাটোর থেকে মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, ১৩ সদস্যের এই দল গত বৃহস্পতিবার কক্সবাজারে ভ্রমণে আসে। আজ দলের সদস্যরা ঢাকায় ফিরছিলেন। গতি বেশি থাকায় একটি মোটরসাইকেল চুনতি জাঙ্গালিয়া এলাকায় গতিরোধকে লেগে নিয়ন্ত্রণ হারায়। এরপর মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে আরোহী সাকিবুল গুরুতর আহত হন। দলের অন্য সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দলের সদস্যদের আরও একজন সাকিবুলের সঙ্গে একই মোটরসাইকেলে ছিলেন। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানা যায়।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুস সাত্তার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ হাসপাতালে আছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.