প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৫, ১১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ণ
লোহাগাড়া মোস্তফা সিটি ব্যবসায়ি সমিতির দ্বি-বাষিক নির্বাচন; সভাপতি সালাম, সম্পাদক মান্নান

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
দক্ষিণ চট্টলার অন্যতম ব্যস্ততম শহর লোহাগাড়া উপজেলার মোস্তফা সিটি ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত মোস্তফা সিটি চত্তরে এ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।
এতে মোট ৬টি পদের মধ্যে ২টিতে আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যায় এবং ৪টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সদস্যদের প্রত্যেক্ষ ভোটে দোয়াত কলম প্রতীক নিয়ে সভাপতি নির্বাচিত হন আবদুস সালাম এবং ফুটবল প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুল মান্নান। অর্থ সম্পাদক নির্বাচিত হন হানিমুন টেইলার্সের স্বত্বাধিকারী মহিউদ্দিন, ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন মিজানুর রহমান। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হন নওশাদ হোসেন এবং প্রচার সম্পাদক নির্বাচিত হন নাঈম হোসেন
উক্ত নির্বাচন পরিচালনা করেন মোস্তফা সিটি ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আলহাজ্ব মাহবুবুর রহমান, আলহাজ্ব জানে আলম, নাছির উদ্দিন। মোবাইল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রিদুয়ানুল কবির এরফান। চৌধুরী প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ।
এছাড়াও মোস্তফা গ্রুপের ম্যানেজার আবদুস সালাম, ক্যাশিয়ার বশির আহমদ, উপজেলা বিএনপি নেতা আবু সেলিম চৌধুরী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি রফিক দিদার, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি তাজউদ্দিন আল নাজির, বটতলী কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মালেক সহ আরো অনেকেই নির্বাচন চলাকালীন পর্যবেক্ষণ করেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.