প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ৪:০১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ৮:১৬ পূর্বাহ্ণ
সংঘরাজ ড.জ্ঞানশ্রী মহাস্থবির এর নির্বাণ সুখ কামনায় প্রদীপ প্রজ্বলন ও সমবেত প্রার্থনা

উৎফল বড়ুয়া
তোমার স্মরণ আলোয় আলোয়...
প্রজ্ঞার আলোয় জ্যোতির্ময় নির্বাণ অভিযাত্রী একুশে পদক প্রাপ্ত, অগ্রমহাপণ্ডিত মহাসদ্ধমজ্যোতিকাধ্বজ, মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির'র মহাপ্রয়াণে নৈর্বাণিক শান্তি-সুখ কামনায় প্রদীপ প্রজ্বলন ও সমবেত প্রার্থনা মানব কল্যাণে ধন্মকথা পরিবার এর উদ্যোগে শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৫.০০ ঘটিকায় রাঙ্গামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সমবেত প্রার্থনা পরিচালনা বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত করুনা পাল থের, পুণ্যদান করেন সদ্ধর্ম বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত আনন্দ প্রিয় ভিক্ষু, রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের সম্মানিত সদস্য সচিব ধীমান বড়ুয়া,যুগ্ন আহবায়ক হিরন বড়ুয়া, সুজিত বড়ুয়া, শ্যামল বড়ুয়া, শম্ভু মিত্র, সুজিত বড়ুয়া মনু, মিন্টু বড়ুয়া, বিহারের সহ-সভাপতি বিপ্লব বড়ুয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মানব কল্যাণে ধম্মকথা পরিবারের যুগ্ন আহবায়ক শ্রাবণ বড়ুয়া আকাশ, বক্তব্য প্রদান করেন সদস্য সচিব সন্ত বড়ুয়া,অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদস্য বিজয় বড়ুয়া, সুস্ময় বড়ুয়া, নয়ন বড়ুয়া,পারাম্ভ বড়ুয়া,পূজা বড়ুয়া প্রমুখ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.